ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালিতে ব্রিজ ধস, হতাহতের আশংকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, আগস্ট ১৪, ২০১৮
ইতালিতে ব্রিজ ধস, হতাহতের আশংকা

ইতালির বন্দর নগর গেনোয়াতে একটি মোটরওয়ে ব্রিজ ধসে পড়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার  সময় ব্রিজের ধসে পড়া অংশে থাকা গাড়িগুলো বিধ্বস্ত হওয়ার আশংকা রয়েছে।

বলা হয়, মোটওয়েটির প্রায় ৯১ মিটার রাস্তা ধসে পড়েছে।

তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গিয়েছে।

জানা যায়, ১৯৬০ সালে নির্মিত এই মোটরওয়েটি ২০১৬ সাল থেকে পুননির্মাণের কাজ চলছিল।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এনএইচটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।