ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, আগস্ট ১৩, ২০১৮
গ্রিসে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল গ্রিসের ইউবোয়া দ্বীপে জ্বলছে দাবানল।

ঢাকা: গ্রিসের ইউবোয়া দ্বীপে জ্বলছে দাবানল। দমকা হাওয়ার কারণে এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এরইমধ্যে দ্বীপটির দুই গ্রামের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ আগস্ট) স্থানীয় ফায়ার ব্রিগেডের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান, রাজধানী এথেন্স থেকে ৭০ কিলোমিটার দূরে এজিয়ান সাগরের দ্বীপটির কনতোদেসপোতি ও স্টাভ্রোস গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু হয়েছে। ফায়ার ব্রিগেড সদস্যরা একে পূর্ব সতকর্তাও বলছেন।

 

এথেন্সের কাছেই চলতি বছরের জুলাইয়ে আরেক দাবানলে ৯৪ জনের প্রাণহানি হয়। সংশ্লিষ্টরা ওই দাবানলকে দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে অভিহিত করেন।  

নয়া এ দাবানলের ব্যাপারে সতর্ক করে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস পুলিশ, দমকল বাহিনী ও নাগরিক নিরাপত্তা মন্ত্রণালয়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।