ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডার সঙ্গে বাণিজ্য বন্ধ সৌদির, রাষ্ট্রদূত প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, আগস্ট ৬, ২০১৮
কানাডার সঙ্গে বাণিজ্য বন্ধ সৌদির, রাষ্ট্রদূত প্রত্যাহার কানাডার সঙ্গে বাণিজ্য বন্ধ সৌদির, রাষ্ট্রদূত প্রত্যাহার

ঢাকা: উপসাগরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে কানাডার সঙ্গে নতুন বাণিজ্য সম্পর্ক ছিন্ন ও বিনিয়োগ বন্ধ করেছে সৌদি আরব। এছাড়া কানাডার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

সোমবার (৬ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।

এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কানাডার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।

এছাড়া কানাডায় নিজেদের দূতকে ফেরার নির্দেশ দিয়েছে।  

এর আগে সৌদি আরবে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কানাডা। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে গ্রেফতার হওয়া মানবাধিকার কর্মীদের মধ্যে অন্যতম ছিলেন সামার বাদাউয়ি। সামার বাদাউয়ি সৌদি-আমেরিকান নারী অধিকার কর্মসূচির সংগঠক ছিলেন। তিনি সৌদি আরবের পুরুষ অভিভাবকত্বের প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না দেশটি।

বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে গ্রেফতার হওয়া নারী মানবাধিকার কর্মীদের ‘দ্রুত মুক্তির’ জন্য আহ্বান জানায়।  

সৌদি সরকার তাদের বিবৃতিতে, কানাডার আহ্বানকে তাদের দেশের জন্য ‘আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।