ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ছবিতে ইউরোপজুড়ে তাপদাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, আগস্ট ৩, ২০১৮
ছবিতে ইউরোপজুড়ে তাপদাহ তীব্র তাপদাহে ইউরোপের মানুষ ভিড় জমিয়েছেন সাগর পাড়ে, ছবি: রয়টার্স

চলতি গ্রীষ্মে পুরো ইউরোপ সম্মুখীন হচ্ছে তীব্র তাপদাহের। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দিনগুলোতে সর্বকালের তাপদাহের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এখন পর্যন্ত ইউরোপে ১৯৭৭ সালের জুলাইয়ে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্পেন ও পর্তুগালে তাপমাত্রা বেড়েই চলছে।

স্পেনের বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

স্পেন ও পর্তুগালে শুক্র ও শনিবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি পূর্বাভাস করছে।

পুরো ইউরোপের তীব্র তাপদাহের বিভিন্ন সংবাদমাধ্যমের ছবি প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বাংলানিউজের পাঠকদের জন্য ছবিগুলো দেওয়া হলো-
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে পানিতে পা ভিজিয়ে শীতল হওয়ার চেষ্টাতীব্র তাপে শরীর শীতল করতে পানিতে লাফ
জার্মানি অংশে রাইন নদীর শুষ্ক অবস্থা
পোলান্ডের রাজধানী ওয়ারশতে কুকুরের শীতল হওয়ার চেষ্টাবাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।