ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভার্জিনিয়া লিন্সবার্গে ভয়াবহ বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, আগস্ট ৩, ২০১৮
ভার্জিনিয়া লিন্সবার্গে ভয়াবহ বন্যার আশঙ্কা ভার্জিনিয়া লিন্সবার্গে ভয়াবহ বন্যার আশঙ্কা

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লিন্সবার্গ শহর ও তৎসংলগ্ন অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় লিন্সবার্গের ‘কলেজ লেক বাঁধ’র ধারণক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহ হতে থাকে।

এ কারণে বাঁধটি ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কায় দিয়েছে ব্লু রিজ পর্বত এলাকার লিন্সবার্গ শহরে।

ন্যাশনাল ওয়ার্টার সার্ভিস বলছে, বাঁধটি যদি পুরোপুরি ভেঙে যায়, তবে মাত্র ৭ মিনিটের মধ্যে পুরো শহরে ১৭ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হবে।

লিন্সবার্গ শহরে প্রায় ৮০ হাজার মানুষের বাস। দেশটির সরকারি কর্মকর্তারা স্থানীয় অধিবাসীকে বন্যায় তলিয়ে যাওয়া রাস্তায় গাড়ি চালাতে নিষেধ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, যে বাড়িগুলোতে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সে বাড়ির মানুষ ও তাদের গবাদি পশু-পাখিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টা বাড়ি ফেরত না যেতে মানা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮

এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।