ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, জুলাই ২৮, ২০১৮
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ২ জনের মৃত্যু দাবানল নেভাতে তৎপর দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে দুইজন দমকলকর্মী নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজারও মানুষ। 

সোমবার (২৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার সাস্তা কাউন্টিতে এ দাবানলের সূত্রপাত হয়। এরপর দাবানলটি বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এতে ৪৮ হাজার একরের (১৯৪ বর্গ কিলোমিটার) বেশি জায়গা পুড়ে গেছে। দাবানলটির স্থানীয় নাম দেওয়া হয়েছে ‘কার ফায়ার’।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দাবানলের পর একজন বৃদ্ধা ও তার দুই নাতি-নাতনি নিখোঁজ রয়েছেন। নিহত দুই দমকলকর্মীর মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। অপর একজন ফায়ার সার্ভিসের পরিদর্শক জেরেমি স্টোক।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছেন ৩৭ হাজার মানুষ।  

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট বলেন, দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। একে ‘টর্নেডো’ হিসেবে বর্ণনা করা যেতে পারে। দাবানলের আগুনের ফলে অনেক গাছ উপড়ে গেছে, রাস্তা ও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। উদ্ধার কার্যক্রমে আরও মনোযোগ দেওয়া উচিত।  

বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরের মধ্যে এবারের দাবানলটির সূত্রপাত ভয়াবহ। এরই মধ্যে অসংখ্য গাছপালা পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।