ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভোট দিতে প্রস্তুত ১০ কোটি পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৭, জুলাই ২৫, ২০১৮
ভোট দিতে প্রস্তুত ১০ কোটি পাকিস্তানি পাকিস্তানের জাতীয় নির্বাচন। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনে অংশ নেবেন প্রায় ১০ কোটি ৫ লাখ ভোটার। 

বুধবার (২৫ জুলাই) শুরু হওয়া পাকিস্তানের এ জাতীয় নির্বাচনে ভোটাররা স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন। আগ্রহী ভোটারদের অনেকেই সকাল ৭টায় ভোটকেন্দ্রে গিয়ে অবস্থান করতে দেখা যায়।

দেশটির ১১তম জাতীয় নির্বাচনে মূলত প্রতিদ্বন্দিতা করবে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

এর আগে পাকিন্তানের নির্বাচন কমিশন ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ২৫ জুলাইয়ে দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করে।  

পাকিস্তানের এ জাতীয় নির্বাচনে সহিংসতা ঠেকাতে ৩ লাখ ৭১ হাজার ৩৮৮জন সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন।  

স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।