ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লাওসে বাঁধ ভেঙে নিখোঁজ ১০০, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, জুলাই ২৪, ২০১৮
লাওসে বাঁধ ভেঙে নিখোঁজ ১০০, হতাহতের শঙ্কা বাঁধ ভেঙে প্লাবিত। ছবি: সংগৃহীত

ঢাকা: লাওসের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে কমপক্ষে ১০০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

সোমবার (২৩ জুলাই) রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ আত্তাপিউয়ের সান সাই জেলায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৪ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ করে।

তবে দেশের সরকারি কর্মকর্তারা এর বেশি তথ্য প্রকাশ করেননি।

দেশটির কর্মকর্তারা উদ্ধার কার্যক্রমের জন্য সান সাই জেলায় বেশ কিছু নৌকা পাঠিয়েছেন।

এদিকে, লাওসের পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের বিরোধিতা করে আসছিলেন। বাঁধটির কাজ ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল। চলতি বছরের শেষে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।