ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিসৌরিতে পর্যটকবাহী নৌকা ডুবে ৮ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, জুলাই ২০, ২০১৮
মিসৌরিতে পর্যটকবাহী নৌকা ডুবে ৮ জনের প্রাণহানি মিসৌরিতে পর্যটকবাহী নৌকা ডুবে ৮ জনের প্রাণহানি (প্রতীকী ছবি)

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী ডাক বোট (ছোট আকৃতির নৌকা) ডুবে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে শিশুসহ প্রায় ৩০ জন ছিলেন। ব্রাসন শহরের কাছাকাছি টেবিল রক লেকে নৌকাটি ডুবে যায়।

 

বৃহস্পতিবার (১৯ জুলাই) নৌকাটি ডুবে যাওয়ার পরে সেখানে নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা অভিযান শুরু করে।  

সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।  

পর্যটকদের নৌভ্রমণের জন্য এ ধরনের নৌকা বেশ জনপ্রিয়। কিন্তু এ ধরনের নৌকায় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।