ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারী বৃষ্টিপাতে চীনে ৬৭০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুলাই ১৭, ২০১৮
ভারী বৃষ্টিপাতে চীনে ৬৭০ ফ্লাইট বাতিল চীনা এয়ারওয়েজের একটি ফ্লাইট। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবল বর্ষণের কারণে চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৬৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ জুলাই) থেকে দেশের শুধুমাত্র একটি বিমানবন্দরেই এতোগুলো ফ্লাইট বাতিল হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। তবে এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটও রয়েছে।

অনুপভোগ্য জলবায়ুর কারণে ফ্লাইট ছাড়াও দেশটিতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে চূড়ান্তপর্যায়ে।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ভারী বৃষ্টিপাত আগামী ১৮ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

তবে খারাপ আবহাওয়ায় দেশে স্বাভাবিক চলাফেরাসহ বিভিন্ন দুর্ভোগ সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।