ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভাল্লুকের আক্রমণে প্রাণ গেলো সেনা কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, জুলাই ১৭, ২০১৮
ভাল্লুকের আক্রমণে প্রাণ গেলো সেনা কর্মকর্তার চাম্বল নদীর তীরের নির্জন জঙ্গলে ভাল্লুক। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের চাম্বল নদীর তীরে ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক সেনা কর্মকর্তা। এতে আরেক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় নদীর উত্তরাখণ্ড রাজ্যের শাম্বুপুরা এলাকা থেকে একটি ঘোড়াসহ সেনা কর্মকর্তা সুরেন্দ্র সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার (১৭ জুলাই) সকালে দেশটির পুলিশের কুনারি থানার সার্কেল ইনচার্জ মুনিনেন্দ্র সিং সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অনুশীলন শেষে দুই সেনা সহকর্মী নদীর তীর ঘেঁষে হাঁটছিলেন। এসময় ভাল্লুক তাদের আক্রমণ করে। এতে একজন প্রাণ হারান।

গাড়োয়াল রাইফেলের সদস্য ছিলেন সুরেন্দ্র সিং। তার মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। ভাল্লুকের কামড়ের অনেক আঘাত রয়েছে তার শরীরে। এমনকি তার পোশাকও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় আক্রমণে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।