ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পের শিশু বিচ্ছিন্নের নীতির সমালোচনায় মালালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, জুলাই ১২, ২০১৮
ট্রাম্পের শিশু বিচ্ছিন্নের নীতির সমালোচনায় মালালা মালালা ইউসুফজাই (সংগৃহীত ছবি)

অবৈধ অভিবাসী পরিবার থেকে শিশু বিচ্ছিন্নে ডোনাল্ড ট্রাম্পের নীতিকে ‘নিষ্ঠুর’ বলেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। দক্ষিণ আমেরিকায় কিশোরীদের শিক্ষা প্রসারের জন্য এক সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

চলতি বছরের মে মাসে অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে ২ হাজার ৩০০ এর বেশি শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। গত মাসে সমালোচনার মুখে শিশুদের পরিবার বিচ্ছিন্নের নীতি থেকে সরে আসেন ট্রাম্প।

 

বুধবার (১১ জুলাই) দক্ষিণ আমেরিকা সফরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, এটা নিষ্ঠুর, এটা অনৈতিক, এটা অমানবিক। আমি জানি না একজন কিভাবে এ নিষ্ঠুর কাজটি করতে পারে।  

শিশুরা খুব শিগগির তাদের বাবা-মায়ের সঙ্গে মিলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

‘মালালা ফান্ডের’ শিক্ষা বিস্তারের জন্য লাতিন আমেরিকা সফর করছেন মালালা ইউসুজাই। ব্রাজিল ভ্রমণের মধ্য দিয়ে তার এ সফর শুরু হয়েছে।  

২০১৪ সালে সবথেকে কম বয়সী হিসেবে নোবেল পুরষ্কার পান মালালা ইউসুফজাই।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।