ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, জুলাই ৭, ২০১৮
জাপানে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৮ .

জাপানের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে টানা বৃষ্টিপাতে বিভিন্ন বিপর্যয়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৫ জন।

শনিবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে ‌এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, বড় ধরনের বিপর্যয় এড়াতে এরইমধ্যে সাড়ে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

টানা বর্ষণের কারণে ভূমিধস, নদীর পানি ও বায়ুপ্রবাহ বৃদ্ধির কারণে দেশটির পশ্চিমাংশের প্রধান দ্বীপ হংসুতে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।  

হনসু ও শিকোকু প্রদেশের অধিকাংশ এলাকা এখন বৃষ্টির পানির নিচে। এই দুই প্রদেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা দুই মাসের বর্ষণকে ছাড়িয়েছে। সপ্তাহজুড়ে এ বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রধান কেবিনেট সেক্রেটারি ইয়শহিহিদে সুগা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, জাপানের পুলিশ, প্রতিরক্ষার বিশেষ বাহিনী, উদ্ধারকর্মী মিলিয়ে প্রায় ৪৮ হাজার সদস্য ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কাজ করছেন।  

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যা ও ভূমিধসের শিকার প্রায় সাড়ে ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও আরও ৩০ লাখ মানুষকে তাদের বাড়ি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।  

আবহাওয়া সংস্থা বলছে, শিকোকুর মটোয়ামা শহরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
এএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।