ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে নিখোঁজ ফুটবল দলের সন্ধান, সবাই জীবিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুলাই ২, ২০১৮
থাইল্যান্ডে নিখোঁজ ফুটবল দলের সন্ধান, সবাই জীবিত উদ্ধারকাজের অংশ

থাইল্যান্ডের পাহাড়ি গুহায় ভ্রমণে গিয়ে নিখোঁজ কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচের সন্ধান পাওয়া গেছে। তারা সবাই জীবিত রয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।

গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয় ফুটবল টিমের সদস্য ও তাদের কোচ। দলের খেলোয়াড়দের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।

গভর্নর জানান, উদ্ধারকারী দল তাদের সন্ধান পেয়েছেন, ১৩ জনই জীবিত রয়েছেন। কাদা ও পানি বেড়ে যাওয়ায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে বলেও জানান তিনি।

উদ্ধারকাজের অংশ হিসেবে গত শনিবার (৩০ জুলাই) ড্রিল করা শুরু করে কর্তৃপক্ষ। তাতে শেষ পর্যন্ত সফলতা পাওয়া গেলো। রক্ষা হলো এতোগুলো তাজাপ্রাণ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।