ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, জুলাই ১, ২০১৮
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি যেখানে বৈঠক করছিলেন তার পাশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে দেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (০১ জুলাই) প্রেসিডেন্টের বৈঠকের বিল্ডিংয়ের বাইরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বেশির ভাগই শিখ ও হিন্দু ধর্মের।

তারা নানগরহার গভর্নরের যৌথ বৈঠকে অংশ নিয়েছিলেন। ঘটনার সময় তারা বৈঠক থেকে বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটিতে সম্প্রতি অনেক বার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ প্রাণও হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।