ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে তালেবানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪২, আগস্ট ২৮, ২০১০
আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে তালেবানের হামলা

কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি ন্যাটো ঘাঁটিতে শনিবার সকালে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। ওই অঞ্চলের পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবর এএফপি’র।

ন্যাটোর আন্তর্জাতিক প্রতিরা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খোস্ত প্রদেশে মার্কিন পরিচালিত একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটেছে।

আইএসএএফ’র একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমি জানতে পেরেছি, হামলা এখনো চলছে। আমরা বিস্তারিত তথ্য পাচ্ছি। ”

স্থানীয় পুলিশপ্রধান আবদুল হাকিম ইশাকযায় জানান, তালেবান জঙ্গিরা অগ্রসর অভিযান ঘাঁটিতে হামলা চালায়। এরপর তারা পশ্চাদপসারণ করে প্রদেশের খোস্ত শহরের একটি স্কুলে আশ্রয় নেয়।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে জানান, তারা ওই ঘাঁটিতে আত্মঘাতি হামলাকারী পাঠিয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।