ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গুজরাটে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০২, জুন ৫, ২০১৮
গুজরাটে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত বিধ্বস্ত যুদ্ধবিমান (সংগৃহীত ছবি)

ভারতের গুজরাট রাজ্যে দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুদ্ধবিমানটি রাজ্যটির জামনগর থেকে উড্ডয়ন করেছিলো।

এর কিছুক্ষণ পরে এটি গ্রামের ভেতরে চারণভূমিতে বিধ্বস্ত হয়।  

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ল্যাফটেনেন্ট কর্নেল মনিশ ওঝা জানান, যুদ্ধবিমানটির পাইলট ছিলেন এয়ার কমোডর সঞ্জয় চৌহান। তিনি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধবিমানটি উড়াচ্ছিলেন।

যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ আহমেদাবাদ থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে মান্দ্রার এক গ্রামে পাওয়া গেছে।

দুর্ঘটনার কারণ জানতে বিমানবাহিনীর হেডকোয়ার্টারকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।