ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণ করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, এপ্রিল ২০, ২০১৮
নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণ করল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ’র আহ্বানে নিরবতা পালন করা হচ্ছে।

ঢাকা: জাতিসংঘ সদরদফতরে শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীদের স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) এ স্মরণসভায় ২০১৬ সালের ০১ জুলাই থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আত্মদানকারী বাংলাদেশের পাঁচজনসহ বিশ্বের ৪২টি দেশের ১৪০ শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীর নাম উঠে।

নিহত ১৪০ জনের মধ্যে ১২৩ জন সামরিক বাহিনী, তিনজন পুলিশ এবং ১৪ জন বেসামরিক সদস্য ছিলেন।

আর বাংলাদেশিদের মধ্যে- ২০১৬ সালের ১৩ অক্টোবর মালি মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত সেনাবাহিনীর সিপাহি আবুল বাশার, ২০১৭ সালের ৫ জানুয়ারি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মিশনে নিহত সেনাবাহিনীর সৈনিক আব্দুর রহিম ও ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর মালি মিশনে নিহত সিপাহি মনোয়ার হোসেন, ল্যান্স করপোরাল জাকিরুল আলম সরকার এবং সার্জেন্ট আলতাফ হোসেন।

জাতিসংঘ সদরদফতরের ট্রাস্টিশিপ কাউন্সিলে আয়োজিত স্মরণ সভায় অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ।

এছাড়া জাতিসংঘে কর্মরত বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর কর্মকর্তারাও এ অনুষ্ঠানে অংশ নেন।

এসময় মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের স্মরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ’র আহ্বানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে তিনি বলেন, ‘এটা আমাকে ক্ষুব্ধ করে, যখন দেখি খুব সামান্য কোনো কারণে আমাদের ওপর আক্রমণ হয়। যা কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধাপরাধের শামিল। ’

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।