ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সম্পদের অসম বন্টনই সমস্যা: মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২২, আগস্ট ২৬, ২০১০
সম্পদের অসম বন্টনই সমস্যা: মনমোহন

নয়া দিল্লি: ক্রমোবর্ধমান সম্পদের অসম বন্টন ধনী এবং গরীবের মধ্যে দুরত্ব বেড়েছে। আর এজন্যই বাড়ছে অপরাধ।

পুলিশের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার নয়া দিল্লিতে পুলিশ সম্মেলনে এসব কথা বলেন ।

মনমোহন সিং আরও বলেন, কাশ্মিরে অস্থিরতা, মাওবাদীদের বিদ্রোহ এবং অপরাধী কার্যকলাপ মেকাবেলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী আরও বলেন ,‘ক্রমোবর্ধমান অর্থনৈতিক অসমতা, আঞ্চলিক, ভাষাগত এবং জাতীগত পার্থক্য’ পুলিশ এসব সমস্যার ও মুখোমুখি হয়।

‘বিদ্রোহীরা আমাদের নিজেদের মানুষ। মাওবাদীদের সহিংসতায় আক্রান্ত এলাকা উন্নয়নের জন্য বিশেষ চেষ্টা করতে সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। ’

বাংলাদেশ স্থানীয় সময়:১৪২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।