ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উইকিলিকস এবার সিআইএ নথি প্রকাশ করবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, আগস্ট ২৫, ২০১০

স্টকহোম: সিআইএর গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছেন উইকিলিকস। আফগানযুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর গোপন নথি প্রকাশের পর বুধবার উইকিলিকস এ ঘোষণা দেয়।



গতমাসে আফগান যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর গোপন নথি প্রকাশ করে দিয়ে আলোচনায় আসেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ।

উইকিলিকস মঙ্গলবার টুইটার আপডেটের মাধ্যমে জানায়, আগামীকাল তারা সিআইএর নথি প্রকাশ করবে।

জুলিয়ান অ্যাসেঞ্জ বর্তমানে সুইডেনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে দুই নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। তবে টুইটারের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। গত রোববার আল-জাজিরা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাসেঞ্জ বলেন, অস্ট্রেলিয়ার গোয়েন্দারা উইকিলিকসের ভাবমুর্তি নষ্ট করতে তাকে নারী নির্যাতনের অভিযোগের সঙ্গে জড়িয়েছে।

অবশ্য সুইডেনের সরকার অ্যাসেঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৫,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।