ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপিতেই ভিড়লেন মুকুল রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বিজেপিতেই ভিড়লেন মুকুল রায় ছবি: সংগৃহীত

ঢাকা: নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাবেক শীর্ষ নেতা ও সংসদ সদস্য মুকুল রায়। শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি। 

পরে বিজেপির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুকুল রায়ের বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেন।  

এ সময় তার হাতে দলের সদস্য পদের স্লিপ তুলে দেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

পরে তাকে ফুল দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগতও জানান তিনি।

যোগ দেওয়ার প্রথম দিনেই সংবাদ সম্মেলনে মুকুল রায় বলেন, বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়, বিজেপি ধর্মনিরপেক্ষ দল।

অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে বলে জানান তিনি।  

এর আগে নানা টানা পোড়েনের পর গত ২৫ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ নেতা ও মমতা ব্যানার্জির ঘনিষ্ট হিসেবে পরিচিত মুকুল রায়। এরপর দল থেকে তাকে বহিষ্কার করে তৃণমূল।  

এরপর বিজেপির হাইকমান্ডের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এরপরই চাউর হয়, মুকুল বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে কখনও তিনি এ বিষয়ে মুখ খুলেননি।  

১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন মুকুল রায়। মমতার ডান হাত হিসেবেও বেশ পরিচিত দলে।  

তবে গত ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে তার সঙ্গে মমতার দূরত্বের বিষয়টি প্রকাশ্যে আসে।  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।