ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বন্যা কবলিত পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১০, আগস্ট ২৩, ২০১০

সুক্কুর: বন্যা কবলিত মধ্য পাকিস্তানে খাদ বাজদার গ্রামের কাছে সোমবার বন্যার পানির তীব্র স্রোতের মধ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। সরকারি ভাবে এ তথ্য জানানো হয়েছে।

খবর এএফপি’র।

বাসটি পেশোয়ারের উত্তর-পশ্চিমাঞ্চলে যাচ্ছিল। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

চিকিৎসক নাতিক হায়াত বার্তাসংস্থা এএফপিকে বলেন, “কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং ১০ জনকে উদ্ধার করা হয়েছে। অন্য যাত্রীদের খোঁজা হচ্ছে। ”

দেরা ঘাজি খান অঞ্চলের প্রশাসনিক প্রধান ইফতিখার আলি বলেন, প্রবল স্রোতের কারণে রাস্তাটি রাতে বন্ধ করা হয়েছিলো। বাসচালক এটা উপেক্ষা করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মধ্যে পড়ে।

উল্লেখ্য, পাকিস্তানের ভয়াবহ প্রায় এক মাস স্থায়ী বন্যায় ১৫০০ মানুষ নিহত এবং দুই কোটি মানুষ আক্রান্ত হয়েছেন  ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।