ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বোর্নিওতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩১, অক্টোবর ২২, ২০১৭
বোর্নিওতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ঢাকা: সৎ মেয়েকে কয়েক বছর ধরেই ধর্ষণ করে আসছিলো মালয়েশিয়ান বোর্নিও’র এক পাষণ্ড পিতা। অবশেষে তার জায়গা হয়েছে শ্রীঘরে। মেয়ের অভিযোগের ভিত্তিতে সাবাহ রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় সান্দাকান বিভাগের কিনাবাটানগান জেলার ওই কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে বলা হযেছে, আগের স্বামী ছেড়ে গেলে মেয়েটির মা ২০০৮ সালে  ওই কৃষকের সঙ্গে  দ্বিতীয়বার বিয়ে বন্ধনে আবন্ধ হন। সৎ বাবা ২০১৪ সাল থেকেই কামপুং তনগদন নদী তীরে মেয়েটিকে ধর্ষণ করে আসছিলো।

সর্বশেষ ধর্ষণের ঘটনাটি ঘটে গত ১ সেপ্টেম্বর।  

মায়ের সঙ্গে পুলিশ স্টেশনে এসে মেয়েটি ধর্ষণের রিপোর্ট করে। শনিবার (২১ অক্টোবর) ধর্ষক বাবাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডএম/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।