ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিউনিখে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, অক্টোবর ২১, ২০১৭
মিউনিখে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত চিত্রে হামলার স্থল

জার্মানির মিউনিখের সেন্ট্রাল স্কয়ারে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় জড়িতের খোঁজে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

জার্মান পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী হামলাকারীর পরনে ছিলো ধূসর রংয়ের ট্রাউজার, সবুজ রংয়ের জ্যাকেট, পিঠে ছিলো একটি ব্যাগ। ঘটনা ঘটিয়ে কালো রংয়ের একটি সাইকেলযোগে সে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে প্রাথমিক চারজন আহতের খবর জানিয়েছে পুলিশ।  

এদিকে শনিবার (২১ অক্টোবর) সকালে রসেনহেইমার স্টেশনে ছুরিকাঘাতের ওই ঘটনার পর স্থানীয়দের ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।