ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যারিল্যান্ডে বাণিজ্যিক এলাকায় গুলিতে আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, অক্টোবর ১৮, ২০১৭
ম্যারিল্যান্ডে বাণিজ্যিক এলাকায় গুলিতে আহত ৫ ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাণিজিক এলাকায় বন্দুকধারীর আক্রমণে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। তবে আটক করা যায়নি বন্দুকধারীকে।

বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে রাজ্যের এজহুডের এমোরটন বাণিজ্যিক এলাকায় এই হামলা হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ওপর থেকে ধারণকৃত একটি ভিডিওচিত্রে দেখা যায়, গুলির পরপরই ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশের বেশ কিছু গাড়ি। পুরো রাস্তায় যানচলাচল স্থবির হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আতঙ্কে এজউড এলাকার অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সবাইকে আপাতত বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।