ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টয়লেট না থাকায় অভিমানে বাবার বাড়িতে গৃহবধূ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, অক্টোবর ১৬, ২০১৭
টয়লেট না থাকায় অভিমানে বাবার বাড়িতে গৃহবধূ ছবিটি ভারতের ঝাড়খন্ডের রাঁচি থেকে তোলা। ছবি: সংগৃহীত

ঢাকা: টয়লেট নেই, তাই স্বামীর বাড়িতে থাকলেন না গৃহবধূ। কথাটি শুনতে ‘বেখাপ্পা’ মনে হলেও সত্যি এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানের উম্মেদগঞ্জের কোটা এলাকায়। 

সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।  

খবরে বলা হয়, বিয়ের পর থেকেই টয়লেটের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনকে তাগাদা দিয়ে আসছিলেন এই গৃহবধূ।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।  

বাড়ি ও গ্রামের অন্যান্য নারীরা ঝোঁপে-ঝাঁড়ে কিংবা জঙ্গলে প্রাকৃতিক কাজে সাড়তে বাধ্য হচ্ছেন। তবে এ বিষয়ে বরাবরই অস্বস্তিতে রয়েছেন মধু নামের ওই গৃহবধূ।  

এবার দিওয়ালির আগে সোজাসুজি স্বামী ও শ্বশুরকে তিনি জানিয়ে দিলেন, টয়লেট না তৈরি হলে বাড়িতে আর ফিরবেন না।  

স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনকে স্পষ্ট জানিয়ে দিলেন আর খোলা জায়গায় পায়খানা করবেন না তিনি। তার এই অভিনব প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন গ্রামের অন্যান্য গৃহবধূরাও।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।