ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোয় মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০০, সেপ্টেম্বর ২৭, ২০১৭
মেক্সিকোয় মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলা, নিহত ১৪ আহতদের হাসপাতাল পাঠানো হচ্ছে

মেক্সিকোর উত্তরে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেক্সিকোর চিহুয়া শহরের ওই পুনর্বাসন কেন্দ্রে একদল সশস্ত্র বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

চিহুয়া নিরাপত্তা সচিব এক বিবৃতিতে জানান, ইউনিটিং ফ্যামিলিস রিহ্যাবিলিটেশন নামক পুনর্বাসন কেন্দ্রে একদল বন্দুকধারী প্রবেশ করে গুলি চালালে ১৪ জন নিহত ও ৮ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা একে৪৭ নিয়ে ওই পুনর্বাসন কেন্দ্রে প্রবেশ করে গুলি চালাতে থাকে। ঘটনার সময় অন্তত ২৫ জন লোক সেখানে ছিলেন।

ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭/আপডেট: ১২১২ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।