ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, আগস্ট ১৯, ২০১০
জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৪

টোকিও: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন কোস্টর্গাড সদস্য নিহত হয়েছেন এবং একজন ক্রু নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানান।



বুধবার সন্ধ্যায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ক্রু সাতোশি ওদাকের খোঁজে রাতভর অভিযান চালানো হয়েছে বলে একজন কোস্টগার্ড কর্মকর্তা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ পরিস্কার নয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি আরও বলেন, হেলিকপ্টারটি বিদ্ধস্ত হওয়ার সময় আবহাওয়া ভাল ছিল তারপরও এটি কেন অনেক নিচ দিয়ে উড়ে যাচ্ছিল তা জানা যায়নি।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।