ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের হিমাচল প্রদেশে ট্রাক খাদে, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, আগস্ট ১৮, ২০১০
ভারতের হিমাচল প্রদেশে ট্রাক খাদে, নিহত ৩৪

শিমলা: ভারতের হিমাচল প্রদেশে বুধবার সন্ধ্যায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী।

দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হেরা সিং ঠাকুর বার্তাসংস্থা আইএএনএসকে জানান, নিহতের অধিকাংশই ভাওত গ্রামের। মুণ্ডন (পুরোহিতের কাছে মাথা ন্যাড়া) অনুষ্ঠান থেকে ফেরার পথে গুরু কোঠা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। মান্দি শহর থেকে দুর্ঘটনাস্থলটি ৩০ কিলোমিটার দূরে।

তিনি জানান, আহতদের অধিকাংশ ব্যক্তিকেই মান্দির স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজন পুলিশ কর্মকর্তা জানান, চালকের অবহেলার দুর্ঘটনাটি ঘটেছে।

হিমাচল প্রদেশের গভর্নর উর্মিলা সিং ও মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।