ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কয়েদির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, মার্চ ২৬, ২০১৭
কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কয়েদির পলায়ন সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কয়েদির পলায়ন, ছবি: সংগৃহীত

মেক্সিকোতে একটি কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কয়েদি পলায়নের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার টামাউলিপাস অঙ্গরাজ্যের চিউডাড ভিক্টোরিয়া শহরের কারাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় শুক্রবার রাতে কারাগারে কারাবন্দিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়।

এতে তিন কারাবন্দি ছুরিকাঘাতের পর নিহত হন এবং আহত হন একজন।

ধারণা করা হচ্ছে কারাগারে কর্তব্যরত সংশ্লিষ্টদের সঙ্গে আঁতাত করে সুড়ঙ্গ দিয়ে কয়েদিদের পলায়নের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।