ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে এবার প্লেনের ভেতর দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ভারতে এবার প্লেনের ভেতর দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি উড়ন্ত বিমান, ছবি: সংগৃহীত

ভারতে প্লেনে নারী ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। এবার দেশটির মুম্বাই-নাগপুর রুটের একটি ফ্লাইটে দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ২৩ বছর বয়সী আকাশ গুপ্ত নামে এক তরুণ যাত্রীর বিরুদ্ধে এ শ্লীলতাহানির অভিযোগ উঠে।

ওই তরুণ হার্ডওয়্যার ব্যবসায়ী।

সম্প্রতি যাত্রী হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্রমণের সময় মাতাল অবস্থায় দুই এয়ারহোস্টেসের শ্লীলতাহানি ঘটান তিনি। ওই দুই এয়ার হোস্টেস ফ্লাইটটির পাইলটের কাছে লিখিত অভিযোগ করলে এ তথ্য জানা যায়।

এ ঘটনায় অভিযুক্ত আকাশ গুপ্তকে গ্রেফতার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান ফ্লাইটের ক্যাপ্টেন গোপাল সিং মোহন সিং।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ