ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ দুই পুলিশের একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জুলাই ২৯, ২০১৬
ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ দুই পুলিশের একজনের মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে বন্দুকধারীর গুলিতে আহত দুই পুলিশের একজনের মৃত্যু হয়েছে। আহত অপর পুলিশের জরুরি অস্ত্রোপচার চলছে।

স্যান ডিয়েগো পুলিশ প্রধান শেলি জিমারমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ও আহত দুই পুলিশ কর্মকর্তার নাম জানা যায়নি।

এদিকে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যদিও সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

‍অভিযান অব্যাহত থাকায় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ আহত হন। দ্রুত তাদের স্থানীয় স্ক্রিপস মারসি হাসপাতালে চিকিৎসা নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি। হামলার ঘটনায় কতোজন অস্ত্রধারী রয়েছে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

**ক্যালিফোর্নিয়া অস্ত্রধারীর হামলা, দুই পুলিশ আহত

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।