ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রানিংমেট হিসেবে টিম কেইনের নাম ঘোষণা হিলারির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, জুলাই ২৩, ২০১৬
রানিংমেট হিসেবে টিম কেইনের নাম ঘোষণা হিলারির

ঢাকা: যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনের নাম ঘোষণা করেছেন।

 

এসময় হিলারি বলেন, নির্বাচনে রানিংমেট হিসেবে আমি যার নাম ঘোষণা করতে যাচ্ছি সে বিষয়ে উদ্বেলিত, টিম কেইন...অন্যের জন্য যে তার জীবন সবসময় নিয়োজিত করেছেন।

বিষয়টি শোনার পর এক টুইটে টিম কেইন লেখেন, মাত্রই তার (হিলারি) ফোন পেয়েছি। নির্বাচনে তার রানিংমেট হতে পেরে সম্মান বোধ করছি।

টিম কেইন এর আগে মেয়র এবং গভর্নরের দ্বায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।