ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জ্যন্ত বিড়াল রান্না চেষ্টায় আমেরিকান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, জুলাই ১৩, ২০১৬
জ্যন্ত বিড়াল রান্না চেষ্টায় আমেরিকান গ্রেফতার

ঢাকা: জলজ্যন্ত বিড়াল রান্নার চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দারেন আন্নোভি নামে ৪২ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি ওভেনে জীবিত বিড়ালটিকে রান্নার চেষ্টা করছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুলিশ জানায়, সোমবার (১১ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে বাটভিয়া শহরের একটি বাসায় তীব্র ধোঁয়া দেখা যায়। এ সময় আশপাশের লোকজন স্থানীয় দমকল বাহিনীকে বিষয়টি জানালে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর তারা আন্নোভির বাসার ওভেন খুলে বিড়ালটিকে উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, আন্নোভির বিরুদ্ধে নিরীহ পশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে। আর আহত অবস্থায় জীবিতই উদ্ধার করা গেছে বিড়ালটিকে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
আরএইচএস/এইচএ/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।