ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, জুলাই ১০, ২০১৬
অস্ট্রেলিয়ায় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

ঢাকা: অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি জয় পেয়েছে। আর পরাজয় মেনে নিয়ে ম্যালকম টার্নবুলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান বিল শর্টেন।

মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে শর্টেন বলেন, নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার যে ম্যালকম টার্নবুল ফের সরকার গঠন করছেন। এ সময় তিনি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও উল্লেখ করেন।

তবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ১৫০ আসনের মধ্যে কে কতো আসন পেয়েছেন তা জানা যায়নি।

এদিকে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি টার্নবুলের জন্য ইতিবাচক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ২ জুলাই অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরাই ফের ক্ষমতায় আসছেন সে সময় থেকেই এমন গুঞ্জন চলছিলো।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।