ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তাইওয়ানে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জুলাই ৬, ২০১৬
তাইওয়ানে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ৬

ঢাকা: তাইওয়ানের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন অন্তত ২৮ জন।

বুধবার (০৬ জুলাই) দেশটির সিনদিয়ানে অবস্থিত একটি বহুতল ভবনের আটতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। নিহতরা সবাই বয়স্ক নারী। তাদের বয়স ৭৯ থেকে ৯৫ বছরের মধ্যে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও এ বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।