ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগুন নেভাতে গিয়ে নিখোঁজ রুশ প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, জুলাই ১, ২০১৬
আগুন নেভাতে গিয়ে নিখোঁজ রুশ প্লেন

ঢাকা: সাইবেরিয়ার জঙ্গলে আগুন নেভাতে গিয়ে ১১ আরোহীসহ নিখোঁজ হয়ে গেছে রাশিয়ার বিমান বাহিনীর একটি প্লেন। আইএল-৭৬ নামে প্লেনটি ‘ওয়াটার বোম্বার’ বলে পরিচত।

এটি একসঙ্গে ৪২ টন পানি বহন করতে পারে।

দুর্গম সাইবেরিয়ার শহর ইরকুতস্ক থেকে অদূরে ভূ-পৃষ্ঠ থেকে ৯ হাজার ৯০০ ফুট ওপর থেকে আগুন নেভাতে পানি ফেলার সময় এটি নিখোঁজ হয়। শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

প্লেনটির খোঁজ পেতে শতাধিক কর্মী পাঠাচ্ছে জরুরি উদ্ধারকারী মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানায়, ইরকুতস্তের কাচুগ এলাকায় আগুন নেভানোর সময় প্লেনটি নিখোঁজ হয়। ওই এলাকায় আগুনের তীব্রতা এখনও প্রখর।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, এলাকাটি অনেক বড় হওয়ায় এবং তাতে সরাসরি কোনো সড়কপথ না থাকায় সেখানে কর্তৃপক্ষকে প্লেন দিয়ে অনুসন্ধান চালাতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬/আপডেট ১৫২৮ ঘণ্টা
টিআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।