ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বিয়ায় সাড়ে ১৩ হাজার মানুষ জিকা ভাইরাসে ‘আক্রান্ত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২২, জানুয়ারি ২১, ২০১৬
কলম্বিয়ায় সাড়ে ১৩ হাজার মানুষ জিকা ভাইরাসে ‘আক্রান্ত’ ছবি: সংগৃহীত

ঢাকা: এবার দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় জিকা ভাইরাসের প্রাদুভার্ব দেখা দিয়েছে। এ পর্যন্ত দেশটির ১৩ হাজার ৫০০ মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।



বুধবার (২০জানুয়ারি) দেশটির সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।

খবরে বলা হয়, যাদের শরীরে জিকা ভাইরাস নিশ্চিত হওয়া গেছে এবং সন্দেহের তালিকায় আছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মশাবাহিত জিকা  ও ডেঙ্গু জ্বরের উপসর্গ একই ধরনের। এডিস মশার মাধ্যমেই এটি ছড়ায়। ৭০ বছর আগে আফ্রিকায় বানরের শরীরে এ ভাইরাস প্রথম পাওয়া গিয়েছিল।

এই ভাইরাসে আক্রান্তদের কারও স্নায়বিক জটিলতা সৃষ্টি হতে পারে। চূড়ান্ত পর্যায়ে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

 এদিকে দক্ষিণ আমেরিকার কোনো দেশ ভ্রমণে গর্ভবতী মায়েদের ‍সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

গত বছর ব্রাজিলে এ ভাইরাসের প্রভাবে কয়েক হাজার শিশু বিকলাঙ্গ অবস্থায় জন্ম নেয়। পরবর্তীতে সন্তান নিতে দম্পতিদের ‘বিধি নিষেধ’ আরোপ করে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।