ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ১০ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, অক্টোবর ২, ২০১৫
ইন্দোনেশিয়ায় ১০ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ১০ আরোহী নিয়ে একটি প্লেন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেসরকারি অ্যাভিয়েস্টার মান্দিনি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন এটি।



ইন্দোনেশীয় যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস বারাতা জানিয়েছেন, শুক্রবার (০২ অক্টোবর) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ওড়ার সময় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির।

তিনি বলেন, দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে অবতরনের প্রায় আধঘণ্টা আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্লেনটির আরোহীদের মধ্যে তিনজন ক্রু ও সাতজন যাত্রী। যাত্রীদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

প্লেনটি একই প্রদেশের মাসাম্বা থেকে উড্ডয়ন করে জানিয়ে জুলিয়াস বারাতা বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী একটি দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫/আপডেট: ১৭০২ ঘণ্টা
জেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।