ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ের বিমানবন্দর ও তাজ হোটেলে সর্বোচ্চ সতর্কাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মুম্বাইয়ের বিমানবন্দর ও তাজ হোটেলে সর্বোচ্চ সতর্কাবস্থা

ঢাকা: বোমা হামলার হুমকিতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও তাজ হোটেলে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



ছত্রপতি শিবাজি বিমানবন্দরের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সোমবার দিনগত রাতে ফোন করেন তাকে।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মুম্বাই বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছেন।

মুম্বাই পুলিশের মুখপাত্র জানান, এটিকে একটি ভুয়া হুমকি বলে ধারণা করা হচ্ছে। যদিও আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না।

মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলা মামলার রায় বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রদানের কথা রয়েছে। এর সঙ্গে এ হুমকির সম্পর্ক থাকতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

২০০৮ সালে দক্ষিণ মুম্বাইয়ের তাজ হোটেলে এক সন্ত্রাসী হামলায় নিহত হন ১৬৬ জন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫/ আপডেট: ১১৫৩ ঘণ্টা/ আপডেট: ১২৩৭ ঘণ্টা
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।