ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে তিন পর্যটক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০২, সেপ্টেম্বর ২২, ২০১৫
ফিলিপাইনে তিন পর্যটক অপহৃত

ঢাকা: ফিলিপাইনের সামাল দ্বীপে তিন পর্যটককে অপহরণ করেছে বন্দুকধারীরা। এছাড়া এক স্থানীয় নারীকেও অপহরণ করা হয়েছে।



সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ওই চারজনকে অপহরণ করা হয় বলে ফিলিপাইনের সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন আলবার্টো ক্যাবারের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

অপহৃত তিন পর্যটকের মধ্যে দু’জন কানাডার ও তৃতীয়জন নরওয়ের নাগরিক।

ক্যাপ্টেন আলবার্টো ক্যাবার জানান, অপহরণের পর অজ্ঞাত বন্দুকধারীরা নৌকায় চেপে ওই এলাকা থেকে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।