ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে শরণার্থীবোঝাই নৌকা-ফেরি সংর্ঘষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, সেপ্টেম্বর ২০, ২০১৫
তুরস্কে শরণার্থীবোঝাই নৌকা-ফেরি সংর্ঘষ, নিহত ১৩ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্ক উপকূলে শরণার্থীবোঝাই একটি ডিঙি নৌকা ও ফেরির মধ্যে সংঘর্ষে চার শিশুসহ অন্তত ১৩ শরণার্থী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে‍ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



স্থানীয় দোগান সংবাদ সংস্থা জানায়, রোববারের (২০ সেপ্টেম্বর) ওই ঘটনার সময় নৌকাটিতে শিশুসহ ৪৬ জন শরণার্থী ছিলেন। শরণার্থীবোঝাই নৌকাটি তুরস্কের কানাক্কালি বন্দর থেকে গ্রিসের লেসবস যাচ্ছিলো।

এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ১৩ জন নিখোঁজের কথা জানিয়েছে সংবাদ সংস্থাটি।

তবে শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে রোববার ভোরে গ্রিসের উপকূলে ৪৬ জন অভিবাসী নিয়ে একটি নৌকাডুবে যায়। কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিবাসীদের সবাই সিরিয়া এবং আফগান নাগরিক বলে এবিসি অনলাইন উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।