ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দেশে ফিরেছেন ইয়েমেনী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, আগস্ট ১, ২০১৫
দেশে ফিরেছেন ইয়েমেনী প্রধানমন্ত্রী খালেদ বাহাহ

ঢাকা: শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনীর তাড়া খেয়ে দেশ ত্যাগ করা ইয়েমেনী প্রধানমন্ত্রী খালেদ বাহাহ দেশে ফিরেছেন। সৌদি আরব থেকে শনিবার (০১ আগস্ট) তিনি বন্দর নগরী আদেনে উড়ে আসেন।



সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী বিদ্রোহীদের আদেন থেকে বিতাড়িত করার পর তিনি দেশে ফিরলেন বলে বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, একটি সৌদি সামরিক প্লেনে চেপে খালেদ দেশে ফেরেন।

চলতি বছর প্রথমদিকে বিদ্রোহীরা আদেনে প্রবেশ করলে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ইয়েমেনের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট খালেদ বাহাহ সৌদি আরবে চলে যান। এতোদিন দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অন্যান্য ঊর্ধ্বতনসহ তারা সৌদি আরবেই নির্বাসিত দিন যাপন করছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।