ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলায় কমপক্ষে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুলাই ৩১, ২০১৫
নাইজেরিয়ায় হামলায় কমপক্ষে ৫ জন নিহত

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের একটি বাজারে বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ওই অঞ্চলের গাম্বরু বাজারে এ হামলার ঘটনা ঘটে।



বিস্ফারণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলায় দায় স্বীকার না করলেও অঞ্চলটিতে এ ধরনের ঘটনায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সম্পৃক্ততার কথা বলছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।