ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে গাড়িবহরে হামলায় ২০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জুন ৪, ২০১৫
ভারতে গাড়িবহরে হামলায় ২০ সৈন্য নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনাবাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছে আঞ্চলিক সশস্ত্র বিদ্রোহীরা। এতে অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে।

আহত হয়েছে আরও অন্তত ডজনখানেক সৈন্য।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মণিপুরের চাণ্ডেল জেলায় এ হামলা চালানো হয়। ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনী এতো ক্ষয়ক্ষতির মুখে পড়লো বলে মনে করা হচ্ছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনীর ডোগরা কমান্ডের ছয়টি গাড়ি রাজধানী ইম্ফল থেকে মতুল যাওয়ার পথে চাণ্ডেলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়ে।

এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। তবে, আঞ্চলিক কোনো বিদ্রোহী সংগঠনই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ০৪, ২০১৫/আপডেট ১৮১৩ ঘণ্টা
আরএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।