ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় শ্রমিক-পর্যটকবাহী বাস সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, মে ১৯, ২০১৫
কম্বোডিয়ায় শ্রমিক-পর্যটকবাহী বাস সংঘর্ষে নিহত ২১

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় শ্রমিক ও পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।



মঙ্গলবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রাদেশিক পুলিশ প্রধান কোয়েং খর্ন বলেন, পর্যটকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গার্মেন্ট শ্রমিকবাহী বাসের ২১ জনের প্রাণহানি হয়।

সকাল ৭টার ওই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম। এর ফলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।