ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনে নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, মে ১৪, ২০১৫
তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনে নরেন্দ্র মোদি

ঢাকা: তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম চীন সফর।



বৃহস্পতিবার (১৪ মে) নরেন্দ্র মোদি চীনের জিয়ান পৌঁছান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শাংজি প্রদেশের রাজধানী জিয়ান চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পৈতৃক নিবাস।

এই সফরে মোদি বেইজিং ও শাংহাই সফর করবেন বলে জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীয় কার্যালয় কর্তৃপক্ষ। এসময় তিনি নিজ দেশে বিনিয়োগের ব্যাপারে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করবেন বলে জানা গেছে।

এছাড়া সীমান্ত জটিলতা নিয়ে শীতল হয়ে আসা উভয় দেশের সম্পর্কও এ সফরে দৃঢ় হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

সফর উপলক্ষে গত সপ্তাহে এক টুইট বার্তায় মোদি বলেন, এই সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগীতার ক্ষেত্রকে আরও প্রসারিত করে বলে আমি বিশ্বাস করি।

চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী দেশ। ২০১৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৭ হাজার ১শ’ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।