ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে দেয়াল ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, মে ১০, ২০১৫
চীনে দেয়াল ধসে নিহত ১০

ঢাকা: চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে একটি নির্মাণাধীন দেয়াল ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩ জন।



রোববার (১০ মে) প্রদেশটির ল্যানলিং মিউনিসিপ্যালের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি ট্রান্সপোর্টেশন কোম্পানির মাঠে নির্মাণাধীন দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও চারজন। এছাড়া, একই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনজন।

স্থানীয় পুলিশ এ দুর্ঘটনার তদন্ত করছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।