ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, এপ্রিল ১০, ২০১৫
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৬

ঢাকা: আফগানিস্তানের দু’টি পৃথক প্রদেশে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় নানগারহার ও গজনী প্রদেশে এ হামলা চালানো হয়।



স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নানগারহার প্রদেশে জালালাবাদ বিমানবন্দরের নিকটবর্তী সেনা ঘাঁটির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালালে চার বেসামরিক লোক নিহত হয়।

তবে এ ঘটনায় কোনো মার্কিন সৈন্যের হতাহতের ঘটনা ঘটেনি বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

জঙ্গি গোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

অন্যদিকে, গজনী প্রদেশে জঙ্গিরা একটি মিনিভ্যান লক্ষ্য করে বোমা হামলা ‍চালালে নিহত হয় আরও ১২ বেসামরিক লোক।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার জন্য কোনো সংগঠন দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
আরএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।