ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১১ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, মার্চ ২৫, ২০১৫
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১১ জঙ্গি নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহতরা সবাই পাকিস্তানি জঙ্গি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ছয় থেকে সাতজন জ্যেষ্ঠ কমান্ডার রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) দিনশেষে কুনার প্রদেশে এ হামলা চালানো হয়।

এর আগে একইদিন সকালে দেশটির কুনারের দক্ষিণে নানগারহার প্রদেশে চালানো অপর ড্রোন হামলায় ৯ জঙ্গি নিহত হন। নিহতরা পাকিস্তানি তালেবান ও লস্কর-ই-ইসলামের সদস্য বলে জানায় সংবাদমাধ্যম।

একই জিহাদী মতাদর্শ নিয়ে ভিন্ন নামে পাকিস্তান ও আফগানিস্তানে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছে তালেবানরা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।